এখন ভালোবাসার সময়তো নেই-
আঙ্গিনায় লাগানো গোলাপগুলো শুকিয়ে গেছে।
গাছগুলোতে এখন শুধুই কাঁটা,
তাই ভালবাসাতেও পড়েছে ভাটা।
এখন বিকেলগুলো আর আগের মত স্নিগ্ধ হয় না
বিকেলে এখন শুধু তীব্র উষ্ণতার অনূভুতি
ভালবাসার রঙ্গে রঞ্চিত প্রজাপতিগুলো আর উড়ে না
বাতাসের মাঝে তৃপ্তির গন্ধ নেই
রাস্তার পাশে সেই ভিকেরীটা এখন আর বসে না
শুনেছি মানুষের পর্যাপ্ত ভালোবাসা না পেয়ে
অনাহারে ধুকে ধুকে মরছে ও
বিলের জল ভালোবাসার অভাবে
ধুলো ময়লায় জরাজীর্ণ
বটগাছটির নিচে কোন প্রেমিক প্রিমিকা বসে না
ওখানে এখন আর্বজনার স্তুুপ
অধরার এখন ভীষন অসুখ!
ভালবাসার অভাবে ওর শরীরের রক্ত
ওকে বড় অবহেলা করছে
অবিরত  মুখ দিয়ে গড়িয়ে পড়ছে।
তাই এখন আমার সকালবেলা ভালবাসার সাইরেন বেজে ওঠে না
কেননা এখনযে ভালবাসার সময় নেই।।