জানি তুমি পারবেনা, তবু্ও বলি
ফিরে আসো, এই বিরান মরুভূমিতে।
তুমি মৃদু হেসে বলবে, অনেক হয়েছে পথচলা।
এবার ভিন্ন পথে চলি, ভিন্ন চোখে দেখি জগৎটাকে।
চেনা-জানার এই পৃথিবী, আজ তোমার আমার আলাদা।
সত্যিই কি তাই? তুমি আমার থেকে আলাদা!
ফ্যাকাসে চোখে ভাবলেশহীন চেহারা, কি ভাবছো?
চলে গেলেই কি দূরে থাকা যায়?
তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো
স্মৃতি আমার রয়ে যায়। নীরবে নিভৃতে।
জানি তুমি পারবেনা,  তবু্ও বলি
ফিরে আসো, এই বিরাট মরুভূমিতে।