অকর্মণ্য করোটি— নীল হয়ে আসা দেহাবশেষ;
ঘাসফুলের বুকে নির্বিঘ্নে ঘুমানো পার্বতী তার
চোখে বিশাল এক বাজার খুলে বসেছে—
যেথা বিষাদের বিনিময়ে কেনা যায় অচেনা ফুল।
যার যত বিষাদ— পার্বতীর চোখে
তার ফুলের সংখ্যা তত বেশি।


একেকটি ফুল দিয়ে কেনা যায়
একেকটি পৃথিবী— কৃত্রিমতায় পরিপূর্ণ।
একেকটি ফুল দিয়ে জয় করা যায়
পৃথিবীর সবচেয়ে উঁচু সব পর্বতশৃঙ্গ;
পাড়ি দেওয়া যায় সাগর-মহাসাগর।


বিষাদে ভরে উঠা জীবনের বিনিময়ে
কিনেছি শত শত ফুল!
পৃথিবীর বুকে যত কৃত্রিম ফুলের বাস,
গন্ধহীন— নিথর— দুর্বোধ্য;
যে ফুল কথা বলতে পারে না,
যে গুল গান গাইতে পারে না,
যে ফুল প্রণয়িনীর চোখে ভাষা
তর্জমা করতে পারে না—
দুঃসংবাদ তার জন্য।


মশাল হাতে পুড়িয়ে দিব সব
কৃত্রিম ফুলের রমরমা ব্যবসা।
পুষ্পাবচয়ী ফিরবে উদ্যানে,
চোখভর্তী প্রণয়ের বিনিময়ে
বেচাকেনা হবে হরেক রঙা ফুল—
পৃথিবী নামক ফুলের হাটে।