দ্যাখো— চোখের ভেতর মহাসমুদ্র;
মাথার উপর বিশাল শূন্য প্রান্তর।
পায়ের তলায় সিলিকন পাথর,
পীত বাদামি বর্ণের শিলা খণ্ড।
ছাদহীন— বিবর্ণ— শ্যাওলার প্রাচীর
তার পাশে পড়ে রয় মৃত ফুল।


বারো মাইল পথ— বিশাল সড়ক।
ব্যস্ত রেললাইন উঁকি দেয়
এক ঝাঁক পরপোষক—
পা দিয়ে তাদের রক্তের বন্যা,
এ তো রক্ত নয়— যেন
গোলাপের চুরি করা অশ্রুধারা।


সন্ধ্যের 'পরে নিভেছে বাতি—
পৃথিবী সেজেছে নতুন সাজে;
সর্বত্র জ্বলছে নিয়ন আলো।
মুখোশের আড়াল হতে
বেরিয়ে আসে মানুষ—
প্রবেশ করে বায়ুহীন
পৃথিবীর চোরাপথে;
ধীরে— সন্তর্পণে—
প্রেমময় চক্ষু সাথে নিয়ে।