মুষলধারায় বর্ষণ—
অন্দরমহলে আত্মগোপনে আছো,
তবুও ঘামাচ্ছ গভীর আবেগে।
ভিজে যাচ্ছে তোমার আপাদমস্তক;
জ্বর— প্রেমের জ্বর,
উত্তেজনায় দগ্ধ হচ্ছে কপোল,
তীব্র উষ্ণতায় স্নিগ্ধ হচ্ছে চক্ষুলজ্জা।
তোমার দেখাদেখি
আমি ও ভিজে একশা।
কী এক গভীর হৃদস্পন্দন
আমায় টেনে নিচ্ছে তোমার সান্নিধ্যে—
ধূচ্ছাই! তুমি বুঝো না
মনের আকুলতা।
আড়ালে থেকে ও মনে হচ্ছে
আমি তোমার খুব নিকটে,
অতি সন্নিকটে;
যতটা নিকটে থাকলে তোমার
জ্বরাক্রান্ত ঘামে ভেজা দেহের
ঘর্মের বদান্যতায়
প্রেমের জ্বরে ডুব দেওয়া যায়—
হারানো যায় দুর্ভিক্ষপীড়িত অতীতে।