তোমায় আর কোথা খুঁজব?
আর কতটা সভ্যতার
রক্তিম সীমারেখার সার্বভৌমত্ব
রক্ষা করতে গিয়ে অবসান ঘটাব আয়ুর?
কতটা প্রাচ্যের চৌহদ্দির
প্রবেশদ্বারের তালা ভেঙে
ছাড়াতে হবে ক্রীতদাস?
কতটা অবহেলায় শায়িত থাকব এই
অপরিচিত সর্পকন্যার এপিটাফের মুখে?
প্রাচীন গুহার দেয়াল টপকাতে চাওয়া
টিকটিকি আর কতবার ব্যর্থতার গ্লানি চোখের থলেতে জমিয়ে
বের করবে কান্না রূপে?
সমুদ্রের মাঝে চুপিচুপি
সংসার পাতানো মৎস্য সৈন্যের
জীবনে আর কতবার
মৃত্যুর সংবাদ এলে তুমি ফিরবে?


তুমি কি ওইদিনই ফিরবে—
যেদিন এই পৃথিবী ছেড়ে
মানুষ বাস করবে গুহায়?
যেদিন মানুষ পাথর ঘষে
আগুন না জ্বালিয়ে জ্বালাবে হৃদয়?


পুরো ব্রহ্মাণ্ড-ই তো তন্নতন্ন করে খুঁজেছি,
তোমায় আর কোথা খুঁজব?