চোখে স্বপ্ন
সাইফুল ইসলাম সাঈফ
আমি দেখছি তোমার চোখে স্বপ্ন
প্রেমে তুমি পড়েছো আছো মগ্ন!
পূর্ণতার জন্য এতো মিশানো বিষাদ
পূর্ণ হলেই জ্যোৎস্না ছড়ায় চাঁদ!
পূর্ণ হলেই ফুলের ঘ্রাণে বিমোহিত
রঙিন সৌন্দর্যে মানুষ হয় পুলকিত
বেছে নিতে হবে কাঙ্ক্ষিত পুরুষ
সনাক্ত করতে হবে রেখে হুশ।
জড়ালে দেখবে সূর্য উদয়, ভোর
অজস্রের ভিড়ে হইও না বিভোর।
রূপসীর ঝলক নিত্য নজরে পড়ে
জুড়ায় না মন সকলে তরে।
তোমাতে হারাই কারণ তুমি অভিলাষিত
তোমাকে ভাবলেই সুখ-আনন্দ অনুভূত!
মায়াজাল না থাকলে সবকিছুতে যাতনা
তোমার দর্শন করলে দেখি আল্পনা!
আমারও তৃষ্ণা, হয়ে আছি কাতর
জ্বালা কমানোর জন্য চাই আদর!
সবসময় থাকে না উত্তাল উর্মি
অমাবস্যা কী বুঝি খুব আমি।
আমি তোমার যথাযথ করব মূল্যায়ন
আগে ছিল না, এখন স্বপন।
এই পৃথিবীতে দেখেছি অগ্নি লীলা
প্রীতিকর আমার মুহূর্ত নির্ঘুম একলা।
জমে জমে টইটম্বুর হৃদয়ে অনুরাগ
উদগ্রীব, দেখতে চাই চিত্তের বাগ।
তোমার কারণে এখন যন্ত্রণা মুক্ত
সঙ্গিনী হিসেবে পেলে হবো তৃপ্ত!
সরে গেছে মেঘ আকাশ নীল
তোমার সাথে অনেককিছুতে আমার মিল।
উত্তরা, ঢাকা।
১২.০২.২০২৫