ডেউয়া গাছ
সাইফুল ইসলাম সাঈফ

প্রায় প্রত্যেকে দেখে চিনে না
মনে প্রশ্ন জাগে এটা কী গাছ?
ফলটাও অত জনপ্রিয় না
সচারচর দেখা মেলে না!
বড় সর গাছ পাতায় বড়া
ছায়া ঢাকা সজিব বাতাস মনকাড়া।
একব্যক্তির জমির উপর দাঁড়িয়ে
হেলে পড়েছে অন্য ব্যক্তি আঙিনায়।
প্রতিদিন ঝরে পড়ে শুকনো পাতা
সেজন্য বিরক্ত, কত কথা।
নিত্য অভিযোগ কেটে ফেলুন
এই ভেবে জ্বলে হৃদয় উনুন।
এবছর ধরেছে প্রচুর ফল
পরিপক্ক হওয়ার আগেই বিফল।
হঠাৎ একদিন ঝড়ো হাওয়া
মগডাল গেলো ভেঙে।
রক্ষা পেলো না ডেউয়া গাছটি
হারিয়ে গেলো উপকারী প্রাণটি।

উত্তরা, ঢাকা।
১২.০৫.২০২৫