রূপ খানা চাঁদমুখ
সাইফুল ইসলাম সাঈফ

আজ কাঙ্ক্ষিত অদেখা এক রূপ
তন্ময় হয়ে দেখলাম খুব নিশ্চুপ!
রূপ খানা চাঁদমুখ ছড়ায় জোৎস্না
সেই কবে থেকেই করছি কল্পনা।
এতদিনে পেলাম মনে সুখ-আনন্দ
ভুলে গেলাম যত দুঃখ-দ্বন্ধ।
পরিচিত জন আছো যারা আমার
পছন্দের মানুষ খুঁজে পেয়েছি এবার।
প্রার্থনা করি জুড়ে দাও খোদা
সে দেখতে ফোটা ফুল গাঁদা।
এ চাওয়া করো না বৃথা
শূন্যতা খুবই চিত্তের জন্য ব্যথা!
নিঃসঙ্গ কেটে গেলো সোনালি ‍দিন
ফিরিয়ে দাও আল্লাহ, দাও সুদিন।
প্রিয়সী ব্যতীত সংযত কতো কঠিন
বিরহে যায় যায় আমার দিন।
ঝুঁকিপূর্ণ হয়ে ওঠছে হৃদয় এখন
অসহ্য লাগে, বিতৃষ্ণা লাগে স্বপন।
আজ চিত্ত উৎফুল্ল, খুব দোদুল্য
যাতনায় বিরক্ত, মন করো প্রফুল্ল!
খুশি মনে সব ভালো লাগে
সকলের ইচ্ছে, থাকতে চায় বাগে।

উত্তরা, ঢাকা।
০৪.০৪.২০২৪