মানুষ হতে চাই না আমি, না-মানুষের অরণ্যে,
সভ্যতার নেঙটি পরা, অসভ্যদের তারুণ্যে।
ভালোবাসা নামের জুয়া, খেলছে যারা অহরহ,
অভিশপ্ত দেহ ও মন, পরিণতি ভয়াবহ।


লাগিয়ে চোখে কলঙ্ক-কাজল, যৌবন নেশায় হাস্যোজ্জল,
জীবন-তরী কূল হারাবে, তলিয়ে যাবি পাপিষ্ট দল।
লঙ্ঘন করে জীবন-বিধান, গড়েছিস যে পাপের দালান,
ধ্বসে যাবে এক ইশারায়, ধ্বংস-স্তূপে নিখোঁজ প্রাণ।


উড়ে গেলে ফিরবে না আর, খাঁচার পাখি, সময় এখন,
দ্বীনের আলোয় পথ চিনে নে তুই,
শুধরে নে তোর, অসম-জীবন।