এই তো সেদিন আকাশ ছিল
মুক্ত পাখার বাতাস ছিল-
চার দেয়ালের বন্দি দশার
সুখ বন্ধন মুক্ত ছিল জীবন!


স্বপ্ন ভাঙ্গার দুঃখ ছিল
স্বপ্ন সাজার স্বপ্ন ছিল
কল্পনা রং নিজের মত
নিজের তুলির ক্যানভাস ছিল মন!


অল্প পথের দিশা ছিল
জীবন মরণ কাছেই ছিল
না পিছুটান না অভিমান
মান ভাঙ্গানোর কেউ ছিলনা আপন!


এই তো সেদিন ব্যাঙ্গ ছিল
মিথ্যে আশার স্বপ্ন ছিল
সুখ ছিল মনে বিসাল সিন্ধুই
অশ্রু বিসর্জেন..!


নিঃস্ব ছিলাম, শূণ্য ছিলাম,
দায়ভার সহ পূণ্যে ছিলাম-
যা আর্জন অন্যের সব!
নিঃস্ব হলেও সুখী ছিলাম তখন।


এখন রোজ শূণ্যতা বাড়ে
তারাদের পথ স্যাটেলাইট কাড়ে
জোনাকিরা যেন পথ ভুলে গেছে
এই কতিবার মতন!
স্বপ্ন দেখতেও ভীষন খরচ এখন!