আমি আবার ফিরে যাইনা-
আমি ফিরে যেতে চাইনা-
ঐ চোখের মায়ায় ছোঁয়ায় ছায়ায়-
বাহুডোরের কোমলতায়।
আমি বিদায় নেব বলে-
যে হৃদয় ভাসে অশ্রুজলে-
সে হৃদয়কে হাতের ছোঁয়ায়-
রাখতে তো আর পাইনা।
আমি আর ফিরে যেতে চাইনা।


আবার আমায় যেতে হবে-
বিয়োগ ব্যথার দুঃখ বয়ে।
আদর মাখা হাত দুটো রোজ-
জাগবে ঘুমোই, রাত পোহাবে।
আমায় ছাড়া হাসবেনা সে-
কাঁদতেও সে ভুলে যাবে-
আমি জানি ঘুমের ঘোরে-
স্বপ্নে সে রোজ আমায় পাবে।
এই পাওয়াতে ঘুম চাওয়াতে-
জানি পেয়েও পাইনা।
সে আমায় পেয়েও পাইনা।


এখন কতো দুঃখ ভারে-
নুয়ে পড়া হৃদয়টারে-
তাকে ভুলে যেতে বলি-
আরো মনে পড়ে তারে।
গোমড়ে কেঁদে কান্না চাপি-
তার দুঃখভারের হৃদয় মাপি-
আমি জানি তাকে কভু-
ভুলতে আমি চাইনা।
না, তাকে ভুলতে আমি চাইনা।


আমি দোহাত তুলে দোয়া করি-
সে বিয়োগের শোককে ভুলুক।
ভালবাসার বাঁধন আরো-
শক্তিশালী অটুট হোক।
সে বড় হোক মানিয়ে নিয়ে-
জীবন ধারায় ফিরুক জয়ে-
তার দুঃখ যেটুক বুঝি আমি-
সেও নিতে পারুক স'য়ে-
শান্তনা তো পাইনা!!
সে ম্লান মুখের দুঃখ গাঁথা-
লুকনো সব মনের ব্যথা-
চোখে চোখে পড়েছি যা-
ভুলে যাওয়া যায়না।
সে হৃদয়কে হাতের ছোঁয়ায়-
রাখতে'তো আর পাইনা।
আমি আর ফিরে যেতে চাইনা।


(#ফটিকছড়ি/০৮/০২/১৯)