প্রিয়তমা ছ্যাঁকা খেয়েছিল কোন সম্রাজ্যের-
রাজত্ব চেয়ে। পরে আমার মনের গণতন্ত্র-
প্রতিষ্ঠায় তাঁকে সপে দিয়েছিলেম নিজের সর্বস্ব।
ভেবেছিলম যে নিজেই এমন লুট হয়েছে,
সে অবশ্যই বুঝবে সকল অধিকারের মর্ম।
তাঁর কাছেই আমার মনের সম্রাজ্য নিরাপদ।
কিন্তু বিধিবাম! যে স্বাধীনতা লালনে তাকে
বর দেয়া হলো এই সম্রাজ্য, সে ধীরে ধীরে সেই
স্বাধীনতা কেড়ে নিতে থাকল।
এখন এখানে শুধু তাঁর-ই আধিপত্য।
নিজের মতের অমিল গুলো তার কাছে অপরাধ।
সে যা চাই সব ভালো, তার নিরাপত্তায় জায়েজ-
সব সংঘাত। আর আমার অধিকারের কথা আসলে...
সে বলে- "স্বাধীনতার মর্ম তুমি কি বুঝ?" বড় অপঘাত!
আমার বুকে পা রেখেই তার এমন প্রশ্ন!!
হ্যাঁ আজ তাঁর হাতেই জিম্মি আমার হৃদয়ের সার্বভৌম।
আজ সব কিছুতেই যা ভুল হয় সব আমার অপবাদ।