ঠিক আছে আপনি সোনার কড়া(?) লোহার-
কড়ায় জুড়ে যুদ্ধ লড়া আপনার ধাতে সয়না!
তবে এ লড়াই আপনার নয় শুনুন-
শিকল ছেঁড়া সোনাও কখনো গলায় রাখা হয়না।


যে বুড়ো ষাঁড় ইতিহাস লেখে যৌবন মানে জ্বালা
সে কখনো শক্তির সুখ পাইনি গোঁয়ার বলে।
গায়ে তেল মেখে রাজ্য চষে শুধু লুট করে ফেরা
সে- বুঝেনা সত্যের জয় হয়না মাখানো তেলে-
হুজুর হুজুরে হুজুগে ছাড়া কেউ টেনে তুলে নেয়না।


সত্যি বলতে-
তেলে বা তলে মীরজাফর হয়-
মীর হওয়া তো যায়না!
নীতি-নিষ্ঠা লালসায় ভুলা
বাচ্চা-গাধার বায়না!