সবাই মাকে ভালবাসে-
মায়ের আঁচল ছায়ায় হাসে-
আজ একদিন ভাষার প্রেমে-
শহীদ মিনার ছুটে আসে।
পরদিন সে উলঙ্গ খাসি-
মমকে অনেক ভালবাসি-
স্মার্টনেস ইংরেজি গাল-
ইংরেজিতেই হাসাহাসি-
বাংলা কি আর বাঁচে?
সব বদলে এখন শুধুই শিশু-
মায়ের ঠোঁটে হাসে।
মায়ের ঠোঁটে বলবে বলে-
আজো ছুটে আসে।


শব্দগুলোই মরচে ধরে-
বিলবোর্ড সব পড়ছে ঝরে-
দেয়াল লিখন সস্তা শব্দ-
এ বর্ণ সবাই পড়তে পারে।
মুখ গুলো সব বর্ণ লুকোই-
মুখের আদল বাংলা ঠিকই-
ডিএনএ টেষ্ট ইংরেজি তার
বলতে ভালবাসে।
সেও মিথ্যে নকল শব্দে-
ভাব সাজিয়ে বাঁচে।


গাঁ'য়ের মাঠে উড়াল ঘুরি-
করছে কতো স্বপ্ন চুরি-
উজান তরী বাইতে দেখা-
মাঝির কন্ঠে সুর লহরী-
মাটির কাছাকাছি জীবন-
মাটির বর্ণে সাজে।।
গেঁও ভাষাতে ভাব বিনিময়-
গাঁয়ের ঠোঁটে হাসে।


এই বর্ণে আমার হৃদয় গাঁথা
এ বর্ণে সাজায় ডায়েরি পাতা
স্মৃতির ভাজে ভাজে।
বর্ণমালার যোদ্ধার রোজ বর্ণ ভালবাসে।


চট্টগ্রাম-২১/০২/১৯