-জ্ঞানীদের আলোচনায় আমি এক মহান মূর্খ।
সরল জীবন দর্শনে পাছে রেখে দেয়া যটিলতা
গুলো স্মৃতির আড়ালে লুকিয়ে স্বপ্ন সাজায়।
তোমরা যারা জীবন সাজিয়ে রেখেছ জটিল-
সুখস্বপ্ন ও অসাড় স্মৃতির ইট-পাথরের মিউজিয়ামে-
তার পাশ দিয়ে বয়ে যাওয়া মেঠোপথটি আমার।


জীবন যেমন চলছে চলতে দিয়ে সব মেনে-
নেয়ার এক মহামারি আমার অন্তরালে-
রোজ বদলে যাবার পণ করে ক্লান্তি ডাকে।
তোমাদের বদলানো গুলো ঠিকই চোখে পড়ে-
আমিও আলাদা নয়, তোমার ভাললাগা বা
মন্দলাগার অনুভূতি গুলো আমারও জাগে।


তবুও যেখানে স্বপ্ন গুলো পিচঢালা পথে বা
নবযান করে কোন অজানা গ্রহের পথ পারি দেয়,
সেখানে আমিও কোন মেঘের সিড়ি খুঁজি স্বপ্নলোকে।
-জ্ঞানীদের আলোচনায় আমি এক মহান মূর্খ।
আমার স্বপ্ন গুলো ঘাসফুলে সাজা মেঠোপথের বাঁকে।