দার্শনিকতা বা কাব্যিকতা-
কোনটায় আমার মধ্যে সীমাবদ্ধ নয়।
প্রতিভাধরেরা আমাকে নির্বাসিত করেছে অনেক দিন।
কাকের সাথে বন্ধুত্ব করেছিলাম-
আজকাল সেও দলবল নিয়ে চলে।
মাঝরাত্রির অন্ধকারের স্বপ্ন সিঁড়ি ভাঙ্গি-
আমার তো মধ্যগগন চাঁদ, স্বপ্নডাঙ্গায় রাত-
এসবের বালাই নেয়। আমি চাই কোন রক্তক্ষয়ী যুদ্ধ!
আমার শুধু ভাঙ্গাচুড়ার কাব্য চাই।।