আমি রাত্রির গায়ে লুকোতে চেয়েছি।
কিন্তু নিকশকালো আঁধারেও মন চন্দ্রাহত।
সাগরের বুকে ডুব দিয়েছি বিলীন হতে-
সেখানেও দেখি পাথরের বুকে তরতাজা প্রাণ!
আকাশের কাছে শূণ্য চেয়েছি জীবন বৃত্তে-
স্মৃতি পরিসীমায় জীবন বিন্দুর শেষ ব্যবধান।
অবশেষে আমার বিনাশী খেয়াল অবিনাশে জরাজীর্ণ।
তবুও আমি সামাজিক নয়, আমি সে চিরকার বন্য!