ও আগুন জ্বলবি কতো আর?
ও আগুন পুড়বি কত শত দেহ আর?
এ আমি বাংলাবাসী পুড়ছি হরেক রকম করে-
পুড়ছে আমায় যে পারে সে- করছে অত্যাচার।


আমি পথের ধুলো উড়ই বাঁচতে শিখি-
পথেই নিথর পড়ে মরি কারো করা একটু ভুলে।
কেউ দেখে বা হঠাৎ কেঁদে আঁতকে উঠে-
পরক্ষণেই সামলে নিয়ে হাসতে শেখে-
প্রাণ বিনাশেও হয়না শিক্ষা সোনার বাংলার।


আমার মৃত্যু লিখে ঘুষের টেবিল-
আমার মৃত্যু লিখে আইনের ফাঁস, ক্ষুভের মিছিল-
রাজনীতি মাঠ মৃত্যু লিখে-
আমার মৃত্যু লিখে সন্ত্রাসবাদ- শাসন কুটিল-
শুধু মৃত্যু লিখার কাজে চলে ক্ষমতার ব্যবহার!