একটা পৃথিবীর অন্বেষণ হোক
একটি সবুজ অরণ্যে বন্য হবো।
আমাকে যদি ঘৃণাহীন হতে হয়
তবে ভালোবাসার অরণ্য হবো..


ভুলে যাও, যাও- চলে যাও-
বলে যাও যা কথা না বলা ছিল।
অভিমানে চুপ হয়ে যাও-
ফিরে চাও, যদি পাওয়ার ছিল।
চুপ হয়ে যাও...


তবে কথা হলে হোক ঝর্ণার সাথে
বেঁচে থাকা হোক পাহাড়ের বুকে
কোনদিন যদি ভুল করে চোখ
আকাশ ছেড়ে সবুজে পড়ে, আমিই রব।
একটি নতুন পৃথিবীর অন্বেষণ হোক-
আমি অরণ্য হবো, চির বন্য হবো।