'মা'
মনের সব জুড়ে থাকা একটি মহাশূন্য!
সেখানে ভালবাসার পরিসীমা অসীমের সীমানা ছাড়া।
নীল আসমানের রংধনু তাঁর পেতে দেয়া আঁচল,
স্বপ্নের রূপকথার ঝুলি নিয়ে রাতে চাঁদের বুড়ি
সেখানে রাত জাগে পরম মমতায়!
স্নেহের সুবাতাস মনের পৃথিবীতে
গড়ে উঠা সুখ সবুজে দোলা দিয়ে যায়।
তাঁর স্নেহ-মায়া-মমতার কোলে আজো
মন শান্তিতে ঘুময় সুখ নিদ্রা!


'মা'
রাতের আঁধারে তারাদের ঝিকি-মিকি-
আমার খুশিতে তার ঝরে পড়ে সুখ-তারা,
টুটে যায় স্বপ্ন তাঁর আমার স্বপ্ন পুরনে,
তবুও হাসি মুখে সে আমার চোখেই দেখে
অমাবশ্যাইও পূর্ণিমা! এ সেই ভালবাসা,
ভালবাসার সর্বস্রেষ্ঠ জ্যোতি 'মা'!