ভালবাসা মহাসাগরের তীর ধরে হাঁটতে হাঁটতে
আজ আমি ক্লান্ত। দেখেছি কত সুখ স্বপ্নের মৃত্যু-
কত ভালবাসা মিলনের জয়, পরাজয়ও দেখেছি অগনিত।
তার বুকে ফুঁসে উঠা সাইক্লোনে জল নীল গগন ছুঁতে দেখেছি।
অদূরে দেখেছি নীলাকাশ আর নীল জলরাশির মিলন।
এই বুঝি ভালবাসা? এ বুঝি চির অমর-অমৃত-মৃত্যুঞ্জয়!


তার পর হতে সেই উথাল সাগরে স্বপ্নের ছেঁড়া পাল তুলে
মনের ভাঙ্গা নায়ে হাল ধরেছি সেই মিলন রেখায়-
মিলব বলে। এক বার ছুঁয়ে দিতে সেই মিলনের দু'হাত!
পারিনি, একসময় এই মাহাসাগরের অন্য প্রান্তে ছুটে
বালিয়ারিতে গিয়ে ঠেকল সাধনা! স্বপ্নের সমাধি-
এই চকচকে বালুকণা, এ যেন আরো হাজারো স্বপ্নের-
ভাঙ্গা টুকরো। মিলনের সে রেখা কেউ ছুঁলনা!


চোখ তুলে দেখি সুদূর পাহাড়ের গায়ে ঠেকেছে
নীল আসমান! সবুজের চির যৌবনা বুকে জড়িয়ে আছে
সাদা মেঘের তুলই বুনা দুসর চাদর!
হে নীল আকাশ- তোমার মহান শূন্যতার ফাঁকা বুকে
দেখি এতো প্রেম! তুমি সাগরের বুকে ঝড় তুলে
সব লুটে পুটে সবুজের বুকে গিয়ে ফেল নিঃশ্বাস! (?)