আচ্ছা! তোমার কি সময় হবে??
যদি আমার পাশে একটু করে চাই!
তোমার আঁচল ছায়া হৃদয় যেন একটু করে পায়!
জানো? আমি আজ খুব একেলা!
শূন্য মনের শূন্যতা আজ
পেল আকাশ নীলে ঠায়!
জানো? আজ আমার আপন কেউ নাই!


জানো? আমার সবি ছিল!
স্বপ্ন ছিল, আকাশ ছিল,
ভালবাসার কাব্য ছিল!
কবি আমি ভালবাসার
ভালবাসতে জানি তাই!
আচ্ছা! তোমার কি সময় হবে??
যদি আমার পাশে একটু করে চাই!


জানো? কেউ আমায় ভালবেসে
চাইনি আমার আপন হতে!
বন্ধু ছিল- ভালবাসতে জানি-
পথের সাথী রয়েছি পথে!
পথ আর আমি পায়ের ধুলোই
মন কি কারো চাই?
আচ্ছা! তোমার কি সময় হবে??
যদি আমার পাশে একটু করে চাই!


আমি আজ নিঃস্ব, জানো?
মানো আর নাইবা মানো,
আমি কষ্টে যখন দু চোখ বুজি
তোমায় দেখতে পাই!
তুমি স্বপ্নে বুধয় বলে ছিলে
বন্ধু হবে তাই!


আমি তীর হারিয়ে সাতরে বাঁচি,
মহাশূন্য নয় ছুট্ট দ্বীপ যাচি,
চুরাবালির মাঝে খুঁজি একটু খানি ঠায়!
আজ আমি আমার মূল্য চাই!


আচ্ছা! তোমার কি সময় হবে??
যদি আমার পাশে একটু করে চাই!
তোমার আঁচল ছায়া হৃদয় যেন একটু করে পায়!
জানো? আমি আজ খুব একেলা!
শূন্য মনের শূন্যতা আজ
পেল আকাশ নীলে ঠায়!
জানো? আজ আমার আপন কেউ নাই!