মহুয়া তোর মনের বনে
রং খেলিছে হনুমানে।
বানর গুলোও বেজায় খুশি,
ভ্রমর খুশি মধু পানে।
হলদে পাখি বলছে ডাকি,
মাছরাঙাও মেলে আঁখি,
তোমার মাঝে তোমার সাজে
জীবন আঁকে সুখের রঙে।


বুনো ফুলে ডানা মেলে
প্রজাপতি রং কুড়িয়ে,
রংধনু কে চ্যালেঞ্জ করে
সুবুজ বনে রং ছড়িয়ে।
দক্ষিন হাওয়ায় তরুলতা,
সবুজ আঁচল দোলায় পাতা,
পাহাড় ছোঁয়া মেঘ যেন ঐ
কালো চুলে বিনুট বুনে!
সবে যেন সংগোপনে…
কে না বল আপন মনে
এমন ভালবাসার স্বর্গে
ঝর্ণা ধারায় স্বপ্ন বুনে!