যদি তোর স্বপ্ন সাজে এ অবেলায়-
ভয়ে ভুল করিসনা আর।
যতক্ষণ শ্বাস চলে তোর লড়ে হারিস
বন্ধ হোক 'না' (নৌকা) পারাপার।
মাঝি যায় যাক ঘুমিয়ে-
জলস্রোত বাড়ুক বেগে-
দিসনা জঙ্গ থামিয়ে।
ঢেউ চরে বালির ভিড়ে ভাঙ্গে অহংকার।।
স্বপ্নের ধাঁড় ছেড়ে দে পাল ছিঁড়ে দে না'র।
তবু তোই ভয়ে নুঁই ভুল করিসনা আর।।
ভয়ে তুই নুঁয়ে মাথা মানিস-না রে হার।


[Facebook Post:- 14/12/14]