মানুষের মন পাখির বাসার মত।
জীবন ইচ্ছে ফেরী করে পথের ক্লান্তি ভুলে-
যখন একাকী নির্জনে ভাবনায় মগ্ন,
স্বপ্নের পাল তুলে রূপকথার গল্পগুলো।


আমি পাথুড়ে পথের বাঁকে আন্ধকার কে ডেকে-
সে স্বপ্ননকশি আঁকা মনের খুঁজ চেয়েছি।


মানুষেন মন পাখির বাসার মত।
অনন্ত আকাশের নীল ছুঁয়ে রাতজাগা চোখ-
তারায় তারায় যখন স্বপ্নবুনে-
চাঁদ কোন ভাঙ্গা কুঠিরে খুঁজে সে তারাদের ছায়া।


আমি মরুভূমির বুকে শান্তরাত ডেকে-
সূর্য্যকে আড়াল করে চেয়েছি সে স্বপ্ন জয়ে।


মানুষের মন পাখির বাসার মত।
আমি সে বাসায় স্বপ্ন রেখে চেয়েছি আকাশ জয়ের
নতুন রূপকথার জন্ম দিতে স্বপ্ন-ডানায়।