কেন জন্ম আমার? কেন জন্ম আমার?
এই সবুজে বুক ভরে দিয়েছে যে প্রাণ-
যদি এতো সহজেই কেউ নেয় কেড়ে।
কেন জন্ম আমার? কেন জন্ম আমার?
এই স্বাীনতা এসেছিল কার তরে??


কেন আজো রাজপথে ঘুরে হায়না,
রাজদরবার জুড়ে পিতার আসন?
কেন কেউ বিদ্রোহী পথে-প্রান্তরে,
ফিরিয়ে আন্তে ফের স্বামীর শাসন?


কে করে রক্ষা এ গনতন্ত্রের?
পুড়ে মরে যারা-তারা জনগন নয়?
রাজনীতি চলছে ষড়যন্ত্রের-
নিরিহদের পিঠে আগুনের মই!


নেতারা সুখেই আছেন করও মাপ এদের!
নাটায় তাদের হাতে ঘুড়ি জনগন।
সুতো ছিড়ে গুম হলে কে নেয় খবর?
আমাদের জন্য সব প্রহসন!!


এরা কি দেশের সেবক? সভা হতে পথে-
ক্ষমতার লোভী সব জাত হায়নার!!
স্বাধীনতা এখানে বাসের আগুনে পুড়ে
রাজনীতি জয়ী লাশে, আমাদের হার!!


[আজ সাতজন পুড়ে মারা গেল? কেন? তাদের কি দুষ ছিল? এ জনগন কাউকে গদিতেও তুলেনি, কাউকে পথেও নামায়নি। তারা নিজেদের নিয়তি নিজেরাই ঠিক করেছিল আইন সংবিধান সব ভেঙ্গেচুড়ে। তবে কেন আমরা পুড়ে মরব?]