কি দরকার এতো কষ্ট বুকে চেপে হাঁটাবার?
জানালার দ্বার ঘেঁষে একটা বিছানা-
শিয়রে একটা অগুছালো বইয়ের শোকেজ-
ডায়েরী গুলো অবহেলায় পড়ে থাক টেবিল জুড়ে
এই কি আয়োজন স্মৃতি জড়িয়ে বাঁচবার?


অনেক তো হলো ঘুরা হৃদয়ের কাছাকাছি-
সাজাতে অন্য মনের ইচ্ছে স্বপ্ন জলাঞ্জলী-
এ হৃদয় হল বল কবে কার?? হতাশার!!
ডায়েরীও ভরে গেছে কবিতার। তবুও চাইনি-


ভালবাসা আছে কেউ নেয়নি,
স্বপ্নের রংধনুই তুলি মেখে কেউ রং দেয়নি-
সাদা কালো স্বপ্নের মন তার!
কারো মনের বীণা বাজেনি-
সেই গান কারো সুরে সাজেনি-
চিরতরে গুম হল সুরকার!
এ হৃদয় ছিল বল কবে কার?? হতাশার!!


আজ যখন সব হারায়ে সে চুপ।
জেগে ওঠে বই গুলোর স্তুপ!!
ডায়েরীর পাতা খুলে স্মৃতিদ্বার!
মনে পড়ে ছিলইনা কিছু তার!


স্বপ্নতে মেখেছিল সব রং,
মিছেমিছি ছিল সব আয়োজন!
সবি তো চরণ ছিল কবিতার!!
আজো সব একি আছে বর্ণমালায়!
বুনো-ফুলের মালা প্রিয়র গলায়-
আজও সতেজ দোলে স্বপ্নের পার।


এ হৃদয় ছিল বল কবে কার?
আজ আবার কবি মন কবিতার-
স্বপ্নের শুরু হবে ফের-আবার!!