আমি এক ভবঘুরে বন্দী তবুও চোখে আকাশ।
আমি চাই মুক্তি মিলুক পায়ের শিকল ছিঁড়ে-
ছুটি মত্ত হয়ে, স্বপ্ন সিড়ির শিখর খুঁজি পাগল-
বেশে, এখানে রাজকুমারীর নাই কোন কাজ।


মনের চাওয়া গুলো তো সব বেদুঈনের মনের-
মত মরুর বুকে ক্যাকটাসের ফুল কুড়নোর।
এখানেই সূর্য্য-ঠুঁটে চুমু আঁকে উত্তাপে তাই-
এতো আগুন মরুর বুকে, সুদূর নীলের মিলন-
রেখায় জীবন যেন চোখ জুড়ানো, হৃদয় টানে।


আমি চাই রোজ কোন এক উষ্ণ ঠুঁটের মাতাল
ছোঁয়ায় মরু ঝড়ের আঁচল ছিঁড়া উতাল নৃত্য।
চোখে খোঁজ নতুন পথের পথ হারানোর মত্ত-
নেশায় খুঁজে ফিরি নতুন কোন প্রাচীন নগর-
ঘুণে ধরা ভালবাসার অতুল খাজনা পুরান সত্ত।