মেয়ে তোমার ভাগ্য লিখে কে?
ভালবাসার মূল্য যখন অসীম-অসম
তখনোও মূল্যবোধের সওদা করে কে?


কে পড়াল তোমার হাতে চুড়ি-বালা?
শিকল সরূপ কে সাজাল হার?
কে ছুঁয়ে যায় নাঙা কোমড় চোখের ছোঁয়ায়?
কে অপবাদ মাখিয়ে দেয় অসভ্যতার??


কেন আজো লাজ ভাঙানোর দাবি উঠে?
তোমার মমতার ছায়ায় আজো শান্তি খুঁজে।
অধিকারের নিশ্চয়তা দেবে তোমায় কে?


নারী তোমার ভাগ্য লিখে কে?
কে তোমাকে পথ দেখাবে চোখ বুজলে?
কে শেখাবে তোমায় এসে শিখানো বুলি?
কে দিয়েছে সর্বস্ব উজাড় করে?


আজো কেন বল তুমি চোখ খুলনি?
তোমার ছেলে দেখ তোমার আঁচল ছিঁড়ে!
তুমিই শেখাও যা কিছু সে তোমায় শেখায়
বীর্য তাদের জীবন পায় তোমার থেকে।