বুদ্ধিদিপ্ত সরলতায় অহমিকার ছাপ থাকেনা বলে-
সরল বচন গুলো অভিরুচিকর হয়ে পড়ে।
ব্যবধান গড়ে দেয়া মন গুলোই এসব চর্চা বেশি-
হলেও মুখোশের ভিড়ে সব ভাঁড়ামী মনে হয়।
সবকিছুর মাঝে স্থির হয়ে থাকার অস্থিরতা-
আয়নায় খোঁজে ফেরে-  মুখের কোমলতায়-
ঢেকে রাখার বৃথা চেষ্টায় সাজা কলির কেষ্ট।
জীবনটা যেন পৌরাণিক মহা-ভারতের অখন্ড রূপ!


সুশোভন সরল ছায়ার কাজল চোখে রাত্রি গুলো-
চুপ হলেও খুব করে সে চাইছে এমন থাকতে।
নিথর নিশির গল্প গুলো অবোধ হলেও চোখ জুড়বে-
কিছু কথার মানে আর নাইবা বুঝা গেল, তাতে কি?
আকাশের টুটতারাদের জীবন ইতিবৃত্ত কে চেয়েছে
স্মৃতির পাতায় যত্ন নিয়ে হিসেব করে রাখতে?
মনে হয় এবারের চরণ গুলোও তার অভিরূপ হবে।


সে তোমার অবোধ দৃষ্টি অশোভন নয় তবুও- জানি
মহাকালের এই স্মৃতিঘাট শ্মশান সম তোমার কাছে!
এখানে সব রকমনের দেহের সাথে আত্মা গুলোও-
মিশতে চেয়ে নিরবতায় যুদ্ধটাও বেশ জমেছে।
তুমি কিন্তু ভয় পেওনা। কেমন? একদম ভয় পাবেনা।
এখানেও সম্পর্কের সব বন্ধন একি রকম থাকবে।