আমারো ছিল যন্ত্রকথার লোভ-
বন্দিদশায় প্রলয় নেশার ক্ষুব-
দগ্ধপ্রাণের যন্ত্রণা সংবরণে-
আমিও ছিলাম চরম দলছুট।


আমিও ছিলাম বজ্রলেপের মেঘ-
বজ্রনাদ আমারি হুলস্থূল-
প্রলয় ডাকা জলোচ্ছাস আর ঝড়
বৃষ্টি কান্না আমার করা ভুল।


আমিও ছিলাম শ্রেষ্ঠ রত্নাকর-
সুপ্ত রত্নগিরি চাপায় বুকে-
সুপ্তোত্থিত মুক্তা শুক্তি মাঝে-
বিলীন হলাম নানান কল্পলোকে।


ওরা যেন আমায় দেখে শেখে-
তোরাও যে আমায় দেখে শিখিস।
স্বপ্নদশায় জীবন হরিলুট- কিছু-
গড়ার থাকলে নিজের হাতে গড়িস।