আজ পথিকের মাঝে তোকে আবিষ্কার করে-
হঠাৎ থমকে দাঁড়িয়ে পিছু ফিরে দেখি-
এতো চোখ ভ্রম নয়, সত্যিই তুই!
দু'পা দৌঁড়ে হাত তুলে ডাকতে চেয়ে শব্দ হারিয়ে-
বসে চুপ চেয়ে দেখেছি তোর চলে যাওয়া।


পাশ ঘেঁষে চলে যেতে তোর শরীরে গন্ধ নাকে মাখেনি।
আমি সেটা পারিনা, কারণ তা আমার চেনা ছিলনা।
চোখের যে ভ্রম ভালোলাগা বলেছিলি, আজো সেই-
ভ্রমে ভালবাসা মায়ায় সেই চেনা মুখ আড়াল হলোনা।


আর ডাকবনা তোকে কাছে এই পণ নিয়েও আজ-
তোকে এমন কাছ থেকে দেখে আবার হাত বাড়িয়ে
ডাকা- হয়তো মনের ভুলেই, ডাকা হলোনা।


একটা কথা কি জানিস তুই?
আবার সে আগের মত তোর ছায়া ছুঁয়ে মন হঠাৎ-
আবেগ বা অভিমানের বশে বিরহী হয়ে উঠবে-
এমন ভেবেও আমার তেমন হলোনা।


তোকে যেতে দিয়ে, দেখেছি বলে একটু মুচকি হাসি-
মন থেকে এলো, আমারও আজ তাড়া ছিল বলে-
পথিকের মতই তোকে যেতে দেওয়া হলো-
ভুলে যাওয়াও হলো, আবার হলোও না।
আবারো কবিতায় বলছি ভালবাসি তোকে আজো।
এই ভালোবাসা ভুলা গেলনা। তোকে ভুলা হলোনা।


২৯/০৪/১৮(২৮তারিখ দিবাগত রাত ১টা-১টা২১মি)