আজ যত স্বপ্নেরা ঘুমচোর-
তোর আকাশে তারা হয়ে জ্বলছে।
আমি শুধু বলে বলে ক্লান্ত-
জোনাকিরাও তোকে কিছু বলছে।


পথ তোর- নূর তোর- স্বপ্নরা-
প্রার্থনা সুখ তোর সুর হোক।
জীবনের গানে যত কাব্য-
রচনায় ভালবাসা তোর হোক।


ভুল হোক ভাঙ্গাচুড়ো স্বপ্নরা-
যে হৃদয় চুপ ভালবেসেছে।
দুঃস্বপ্নের ছায়া ভেবে ভুলে যাস-
নতুন স্বপ্ন যখন সেজেছে।


আজ না হয় অত কথা নাই হোক
হয়তোবা শেষবার কবি তোর-
ভাবনায় জেগে আছে এই রাত-
হয়তোবা তারো কাল নবভোর...
হতে পারে সেও কারো জন্য-
শেষবার হয়তো সে তোর জন্য-
লিখে গেল দু চরন শেষবার-
সবকিছু তোর জিৎ তোর হার।


(২৮/০৮/১৯)