রাত জেগে চেয়েছি কতো-
তোকে স্বপ্নের আঁকে বাঁকে খুঁজেছি।
দেখে ছুঁয়ে দিতে গিয়েছি যত-
তত দূর হতে দূরে হারিয়েছি।


তুই আবছায়া ছিলি অপ্সরী-
হাওয়া দোলে উড়িয়ে আঁচল।
আকাশের নীল ছুঁয়ে দিয়ে-
রাত চোখে মাখালি কাজল।


তোর রাতছায়া চোখ মায়াডোরে
স্বপ্নের পাখা মেলেছি।
তারাদের ঝিকিমিকি আলোয়-
রাতভর খোঁজে ফিরেছি।


কোথা বল হারালি প্রিয়ো?
চাঁদে মুখ আবছায়া তোর।
আমি জানি চাঁদেরও চেয়ে-
তুই কতো বেশি সুন্দর।।


কল্পনা রং মেখে মন-
যত চেয়েছি আঁকি উপমায়।
চোখে যত সুন্দর দেখি-
তোর মত কিছু মিলে নাই।


আয় ফিরে হৃদয় মাঝে-
কেন বল তুই এতো মায়াহীন?
এ মোহজাগানিয়া প্রেমে কি শুধুই
তুই স্বপ্নপ্রিয়ায় রবি অমলিন?