অমন করে ছিলে বলে আমি ভুলে ছিলাম
আমার সব ব্যথা
তুমি চলে গেলে
তাই পথের মাঝে  আজো আমি একা।
বোঝাতে চেয়েছি মনকে অনেক
ভুলতে চেয়েছি সবি,
ঘুমের ঘরে  বারেবারে মায়াবতীর
মুখ খানিটি রংতুলিদিয়ে  আঁকি।
 ক্ষনিকের এই আলোর খেলায়
মিশে গেছি বহুদলে
তুমি আসবে  নিয়ে  যাবে মোরে
সে গ্রামের মেঠো পথে ।
ফিরবে তুমি বিকেল হলে
কিংবা রাতের শেষে
বেলা অবেলায় অপেক্ষা থাকি
হাজার কাজের মাঝে