লাশের গন্ধ এখনো আছে আশেপাশে
মিছিলে ছোড়া বারুদে  গন্ধ এখনো
বাতাসে বিরাজমান।
প্রিয় পিতা কে কথা দেয়া ছেলেটি
যাবার কথা এই বেলার শেষ ট্রেনে
কিন্তু সব এলোমেলো।
সব কিছুই রাতের আধারে মিলিয়ে গেলো
নিপীড়িত মানুষের অধিকার আদায় যে
সহজ কথা নয়।
সেখানে থাকে সাম্রাজ্য বাদিদের পোষা
বাহিনী, 
হাতে থাকে  জন সাধারণের অর্থে কেনা মরণাস্ত্র
যেই মরণাস্ত্র দেবার কথা নিরাপত্তা
পাবার কথা নিশ্চয়তা।
কিন্তু তার  বিনিময়ে মিলেছে
বুকে ছেদ করা  একটি বুলেট
সব আশা স্বপ্ন ভেসে গেলো
পদ্মা মেঘনা হয়ে বঙ্গোপসাগরে।
শোষণ  যেখানে বেড়ে  চলে
প্রতিরোধ করতে হয় শুরু।
মিছিলে তুলতে হয় নতুন শ্লোগান
সেই প্রতিরোধে রক্ত ঝরবে
বাবার বুক খালি হবে
জেলে কাটাতে হবে অন্ধকার রাত
প্রানের বিনিময়ে মিলবে
সাম্রাজ্যবাদী মুক্ত একটি সমাজ ।