তোর কথাতেই পড়লাম আজ

                       লাল রঙের শাড়ি  

আগে বললেই পারতি

                      করবি তুই এত দেরি  ।

এক হাত চুড়ি আছে

                      আছে লাল  টিপ 

আকাশ থেকে পরছে যে আজ

                     বৃষ্টি টিপ টিপ ।

এতক্ষন দাঁড়িয়ে আছি 

                     আমি রাস্তার ধারে

এখন যদি তোকে পেতাম

                     দিতাম আচ্চা করে ।

লাল জামদানী আর কাচের চুরি  

                    কপালে টিপ লাল

আগে তুই বললেই পারতি 

                    দেরি হবে কাল । 

রাত্রি যখন নিজেকে সাজায় 

                    জোৎস্নার আদরে

আমি আজ সাজিয়েছি আমায়  

                    তোর মত করে ।  

হন্য হয়ে খুজছি তোকে  

                     তুই জাদু কোথায়? 

ওপারেতে চেয়ে দেখি

                     দাঁড়িয়ে আছিস হেথায় ।

ছুট লাগালাম দৌড়ে গিয়ে  

                    জড়িয়ে ধরবো আবার

ওমনি একটি গাড়ি এসে

                    করলো আমায় সাবার । 

দৌড়ে এসে বললি আমায় 

                    তোমার কি হল?

তোর হাতের গোলাপগুলো   

                    আমার পরশ পেল ।  

কাঁদছিস তুই চিৎকার করে

                    বলছিস ফিরে আয়

এখন আমি চাইলেই কি আর   

                    ফিরতে পারবো হায় ।