শব্দেরা কিছু বলতে চায়
হাওয়ায় হাওয়ায়,


তোমার অভিমানগুলো আজ আমারই নামে থাক
ডায়েরীর পাতা জুড়ে,
একের পর এক চিন্তা আজ ঘিরেছে আমায়।।


শব্দেরা কিছু বলতে চায়
হাওয়ায় হাওয়ায়।।


তুমি তো জানো আসল সত্যিটা;
তবুও কেন আজ চুপ তোমার ঠোঁটগুলো?
এই ঠোঁটেই একদিন আবেশিত করেছিলে আমায়।।


শব্দেরা কিছু বলতে চায়
হাওয়ায় হাওয়ায়।।


তুমি কি সত্যি চাও দূরে চলে যাই?
বলো তবে যাচ্ছি চলে বহুদূরে,
সত্যিই বলছি ভালোই থাকবে এই সিদ্ধান্তে।


সত্যিই আজ শব্দেরা কিছু বলতে চায়
হাওয়ায় হাওয়ায়,
শুধুই তোমায়।।