বাবা মানে জীবন যুদ্ধে
অলিখিত যোদ্ধা,
মনের ভেতর সর্বদা তাই
জাগে পরম শ্রদ্ধা।


বাবা মানে শ্রেষ্ঠ শিক্ষক
স্বপ্নের এক কারিগর,
জ্ঞান অম্বরে বোধ বিকাশে
জীবনের বাতিঘর।


বাবার মতন সুহৃদ হেন
কোথায় গেলে পাই,
বাবার মতো আপন কেহ
এই ধরণীতে নাই।


মাথার উপর মায়ার চাদর
বাবা সেরা সাথী,
দুঃখের দিনে বুকে নিয়ে
জ্বালায় সুখের বাতি।


বাবা জীবন বাবাই ভূষণ
বাবা যে সুখের দ্বার,
হোক সে বাবা কুলি মজুর
বাবা-ই অহংকার।