গ্রীষ্মের প্রভাত,হেঁটে আসলো একটি গোলাপ
নিষ্পাপ মন ছুটেছিলো উন্মাদনায় বিভোর,
বেলা শেষে তাহা ছোঁয়া পেল কবির হস্তে।
বহুকাল পরও খুঁজে পায়নি গোলাপের মনিব।
কোথায় হারিয়ে গেলো সে সময়ের স্রোতে?
আজো গোলা ধরা হাত প্রতীক্ষায় অধীর,
শুধু ধৈর্যের বলে সেজে বসে দিন গুনে।
মাঠে ঘাটে অভিমুখে, হয়ে ভবগুরে,
বুনলাম কত স্বপ্ন গোলাপের ঘরে।
ফুটবে জীবনের আলো,আসবে গৌরব
সব দুঃখ দিয়ে গেলো গোলাপের সৌরভ।
চোখে মুখে রঙিন প্রভা,দিন যায় স্বপ্নের টানে,
হঠাৎ শরতে,খোঁজ পেয়ে গেছি তার বাড়ি পানে।
মারনব্যাধি ক্যান্সার নিলো তার সর্বস্ব কাড়ি,
সে গেছে কালের বিবর্তনে এই ধরা ছাড়ি।
কষ্টকে বুকে চাপি তবুও তুলি মুখে হাসি,
দেখি গোলাপ ফুটেছে তার কবরের কাননে।
একটি গোলাপের জন্য হৃদয়ে কত আক্ষেপ,
সদা শুকনো স্রোতস্বিনীর মতো হাহাকার ।।