শুদ্ধ জীবন গড়তে হলে
সত্য পথে চলো,
লোভ লালসা ভুলে গিয়ে
নীতির কথা বলো।


মিথ্যা খুবই ভয়ং-করী
ধ্বংস আনে ডেকে,
ন্যায় ও নীতি না বুঝিলে
উপায় যাবে বেঁকে।


শোভন জীবন গড়ে তুমি
ছড়াও যদি আলো,
পাপের বোঝা লঘু হবে
মনটা হবে ভালো।


সরল পথে চললে তবে
দুঃখ নাহি রবে,
পুলক প্রাণ পাবে তুমি
এই ধরণীর পরে।


ধর্ম মেনে ন্যায়ের পথে
জীবনযাত্রা করো,
বাড়বে আয়ু ধরার বুকে
সুখী জীবণ ভরো।