বাংলা আমার মাতৃভাষা
শহীদ ছেলেদের মান,
বাংলা আমার অঙ্গ জুড়ে
জুড়ায় যে মন আর প্রাণ।


এ ভাষাতে পড়ি লিখি
এ ভাষাতে গায় গান,
এ ভাষাতে স্বপ্ন বুনি
পাঠশালাতে যায় টান।


রোজ বিকেলে নীল গগনে
গাংচিল ডাকে সারি,
রক্তে রাঙা একুশ আমি
কেমনে ভুলতে পারি?


রক্ত ঝরলো সালাম,বরকত
শফিক,রফিক,জব্বার।
বায়ান্নোর সেই করুন কথা
মনে পড়ে  বার বার।


এ ভাষাতে কান্না হাসি
তৃপ্ত মন আর প্রাণ,
রক্তে কেনা এ ভাষাটা
মহান রবের-ই দান।