শীত নেমেছে হিমেল বায়ু
জানিয়ে দেয় চিঠি,
সকাল হলে রোদের ছটা
হাসে মিটি-মিটি।


শিশির ভেজা সবুজ ঘাসে
স্নিগ্ধ রোদের ছন্দ,
ভালো লাগে নতুন চাল আর
নানান পিঠার গন্ধ।


শীত মানে অতিথি পাখির
সুরের নেইকো জুড়ি,
শীত মানে তো লেপ ও কাঁথা
গায়ে চাদর মুড়ি।


শীতের দিনে নানান পুষ্প
মাতায় বাড়ি ঘ্রাণে,
খেজুররস আর ফিরনি পুলি
জাগায় আমেজ প্রানে।


এত কোমল সুখের মাঝে
সংশয় জাগে বুকে,
গরীব দুখী  দিনমজুরের
শীতটা কাটে দুখে।