যেখানে মানুষের আহাজারিতে
জন্মায় নগ্ন উল্লাস,
যেখানে ক্ষণস্থায়ী ক্ষমতার আকাঙ্খায়
ক্ষণে ক্ষণে হয় নরমেধোৎসব,
সে স্থান মানুষের নয়।
যেখানে মানুষ পোড়ানো গন্ধে ভেসে আসে
তৃপ্তির সুবাস,
যেখানে আর্তচিৎকার আনন্দের খোরাক;
সে ভূমি মানুষের নয়।
যেখানে হাসির চেয়ে হুংকার বেশি দামি,
কাব্যের চেয়ে ঘৃণার মূ্ল্য বেশি,
কলমের কালি নিষেধের কারাগারের অন্তহীন বন্দিনী,
সে কোন সমাজই নয়।
নরক আজ পৃথিবী সম্মুখে নতশির
এই পৃথিবী যেকোন নরকের চেয়েও বীভৎস ভয়ংকর,
নরকময়ী বসুন্ধরা।