বন্ধু,
তুই কি জানিস,
তুই অনেক খানি পাল্টে গেছিস!
তোর চলন -বলন, চিন্তার ধরণ
একদম বদলে গেছে!
এখন শুধু তোর একটা চাকরি দরকার,
যে কোন একটা চাকরি,
যেরকম খুশি একটা চাকরি,
যে ধরণেরই হোক না কেন,
শুধুই করে খাবার মত একটা চাকরি,
এই শুধু আছে চিন্তাতে তোর।
আমি জানি, তুই এরকম হতে চাসনি,
এরকম হতে বাধ্য হয়েছিস!
একসময় কত স্বপ্ন দেখতিস,
কত কিছু ভাবতিস, কত কিছু করতিস,
সমাজটাকে পাল্টে দেয়ার
কত তীব্র ইচ্ছা ছিল তোর!
অল্প কথায় অট্টহাসি,
কি আনন্দ, হুটোপাটি!
সেই তুই আজ কত শান্ত!
প্রবল তারুণ্যে প্রগাঢ় বার্ধক্য
আজ তোর চোখেমুখে স্পষ্ট!
খানিকটাতেই রেগে যাস্।
তুড়ি মেরে জীবনটাকে উড়িয়ে দেওয়ার
একটা খেয়াল ছিল তোর মধ্যে,
আজ তুই কি ভীষণ সিরিয়াস!
আমি তোর পরিবর্তন দেখে অবাক হলেও
ভয় পাচ্ছি তোর পতন দেখে।