আমি কোন সাম্রাজ্য চাইনি,
শুধু মাতৃ ভাষায় কথা বলতে চেয়েছিলাম;
ওরা আমায় গুলি করল,
আমার মৃত্যুর মিছিল হল,
রক্তে ভাসল রাজপথ।।
আমি রাজসিংহাসন চাইনি,
আত্মসাৎ করতে চাইনি, দখল ও করতে চাইনি কিছু;
চেয়েছিলেম শুধু আমার বেঁচে থাকার অধিকারটুকু।
ওরা রাজী হল না,
শুধু আমার অধিকার চেয়েছিল বলে,
আমার নেতা বন্দি হলেন কারাগারে;
আমি নামলাম রাজপথে,
আবার মরলাম ওদের আঘাতে,
আমার নেতা এলেন ফিরে।।
আমারই রায়ে আমার নেতা
আমার অভিভাবক হলেন,
ওরা মানল না,
বন্দী করল নেতাকে,
শেষ করে দিতে চাইল আমাকে!
আমার সমগ্র শরীর ওদের নিষ্ঠুর আঘাতে
ক্ষত বিক্ষত হল,
তবুও সে শরীর মাটিতে পড়ল না,
যুদ্ধ করল।
আমার বেটে খাটো রক্তাক্ত শরীরের আঘাত
ওদের লুণ্ঠনপুষ্ট নধর দেহ সহ্য করতে পারল না,
ওরা হেরে গেল,
ওরা পালিয়ে গেল;
রক্তস্নাত স্বাধীনতা এল,
আমি স্বাধীন দেশ পেলাম,
বাংলাদেশ তার নাম।