একটি পথের কুকুর, লাথি খায় বারবার;
লাথি খেয়ে খেকিয়ে ওঠে,
ইচ্ছে করে আঁচড়ে কামড়ে
শেষ করে দিতে আঘাতদাতাকে।
কিন্তু সে তো বাঘ নয়, পথের কুকুর!
চিৎকার অথবা হাটুর নিচে কামড়
এতটুকুই সামর্থ্য ওর।
তাই ও শুধু লাথিই খায়।
কারণ সেই মার খায়
প্রতিরোধ ক্ষমতা যার নাই।
পথের কুকুর পথেই থাকে
তার খোঁজ কেবা রাখে।
আর তাই যে দিয়েছে লাথি
তার হাতে যদি দেখে একটু রুটি
খায় তার পায় লুটোপুটি।
লোকে তারে বেহায়া বলে
কিন্তু, কুকুরটি অসহায় বাস্তবে।
নির্যাতিত যখন নির্যাতকের দয়া চায়,
অসহায়ত্ব তখনি প্রকাশ পায়।