তুমি ঘুমিয়েছিলে,
তোমাকে জাগাবার জন্য অনেক ডাকলাম।
বললাম, উঠে দেখো, কি সুন্দর সকাল এসেছে,
রাতের তমসাঙ্গী অাকাশ এখন নীলাঙ্গী হয়ে সূর্যের ফকফকা অালোয়
প্রসন্ন প্রিয়তমার মত চোখেমুখে হাসির ঝরণা বইয়ে দিচ্ছে;
নাম না জানা পাখিদের সুরের মূর্ছনায় পৃথিবী
এক সুরবর্ষিণী তানপুরার তারের মত মৃদুলয়ে স্পন্দিত হচ্ছে;
মাটিতে সবুজ ঘাসের বুকে কি অানন্দের লহরী!
অারো দেখো......
অা! শুরুডা করলি কি?
ভাগ্, ঘুমাইতে দে অামারে, নাইলে চোবরাইয়া দাঁত হালাইয়া দিমু।
কিন্তু এই সৌন্দর্য...
অারে ধূর, অাবার কথা কয়, তুই যাবি??


নিশ্চুপ হলাম অামি,
তোমার ঘুমেই বিভোর রইলে তুমি।
অামিও ফিরে অাসলাম বিছানার বুকে,
নিজেকে সঁপে দিলাম ঘুমের কোলে।
অাহ্, কত অারাম এই ঘুমে॥