রাত্রি শোনায় বেদনাকাব্য,
দুঃখ খোলে খাতা,
জ্বলন্ত কাঠে হিংসার সাথে
প্রেমে মজে হিংস্রতা।
কুয়াশায় চড়ে অাসে মহাভয়,
অাঁধার ভাষা পায়,
নিরব হুংকারে শীতল বাতাস
মরণগীত গেয়ে যায়।।
তবুও শুনি রাতের পাখি
ডানা ঝাঁপটে উড়ে যায়,
তবুও অামি বুনি স্বপ্ন
বসন্তের প্রতীক্ষায়।।